নিজস্ব প্রতিবেদক: রোনাভাইরাসে আক্রান্ত মারা গেছেন যমুনা টেলিভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি আরিফুল ইসলাম ডালিম। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
ডালিম যমুনা টেলিভিশন ছাড়াও ইউএনবি, দৈনিক দেশ রূপান্তরের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, ডালিম দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত ২৩ জুলাই তার শরীরে করোনা শনাক্ত হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২৭ জুলাই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতে অবস্থার অবনতি চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। বৃহস্পতিবার ভোরে অ্যাম্বুলেন্সে করে ঢাকার নেওয়ার পথে সকাল ১০টার দিকে সাভারের আমিনবাজার এলাকায় তার মৃত্যু হয়। তারপরেও সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ডালিমকে মৃত ঘোষণা করেন।
সান নিউজ/ এমবি