সারাদেশ
যৌতুক দাবিতে নির্যাতন

বাবাসহ জামাই আটক

নিজস্ব প্রতিনিধি, সাভার : ঢাকার সাভারে যৌতুকের দাবিতে স্ত্রীকে দেখতে আসা নানা ও মামা শ্বশুরকে মারধর করার দায়ে জামাই আবুল কালাম আজাদ ও তার বাবা বশির মহাজনকে আটক করা হয়েছে।

নির্যাতনের ঘটনায় বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নানা শ্বশুর আব্দুল মান্নান ও মামা শ্বশুর শহিদ মোল্লা। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে নির্যাতনকারীদের আটক করে।

দুপুরে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক বশির আহমেদ ও তার ছেলে কালাম ওই ইউনিয়নের কাজিপাড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, মেয়ের বিয়েতে ১০ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করেছিলেন তার পরিবার। এজন্য সবচেয়ে বেশি জোর দিয়েছিলেন কনের নানা আব্দুল মান্নান ও মামা শহিদ মোল্লা। এতে ক্ষোভ তৈরি হয়েছিল সাভারের বনগাঁও ইউনিয়নের কাজিপাড়া এলাকার বাসিন্দা জামাই আবুল কালাম ও তার পরিবারের। এ নিয়ে বিয়ের পর থেকেই উভয় পরিবারের একে অপরের বাড়িতে যাওয়া আসা বন্ধ রয়েছে।

এর মধ্যে গত ১০ আগস্ট অন্তঃসত্ত্বা নাতনি সোনিয়াকে দেখতে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার খাসেরচর গ্রাম থেকে জামাইয়ের বাড়ি সাভারের কাজিপাড়ায় আসেন বাবা আব্দুল মান্নান ও ছেলে শহিদ মোল্লা। দেনমোহর নিয়ে তৈরি হওয়া পূর্বের ক্ষোভ থেকে নানা ও মামা শ্বশুরকে বাড়ির ছাঁদে রডের সঙ্গে বেঁধে মারধর করেন জামাই আবুল কালাম ও বাবা বশির মহাজন। এসময় তারা মারধরের ভিডিও করেন এবং সেটির মেয়ের বাড়ির লোকজনকে পাঠিয়ে দিয়ে ১০ লাখ টাকা দাবি করে।

সেই ভিডিও দেখে মেয়ের পরিবার জাতীয় হটলাইন ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশ গিয়ে সোনিয়ার নানা আব্দুল মান্নান ও মামা শহিদ মোল্লাকে উদ্ধার করে। এসময় জামাই ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়।

নির্যাতনের শিকার শহিদ মোল্লা জানান, তার ভাগনি সোনিয়াকে গত এক বছর আগে সাভারের কাজিপাড়া এলাকার বশির মহাজনের ছেলে আবুল কালামের সঙ্গে ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে দেন। সেই পরিমাণ যৌতুক দিতে না পারায় বিয়ের এক মাস পর শ্বশুর বাড়িতে গিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন কালাম। এ সময় ১০ লাখ টাকা দেনমোহর করায় চড়াও হন তিনি। এরপর থেকে তাদের আত্মীয়তায় ভাটা পরে এবং উভয়ের যাতায়াত বন্ধ হয়ে যায়।

তিনি জানান, সোনিয়া গর্ভবতী হওয়ায় তার মা তাকে বাড়িতে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (১০ আগস্ট) ভাগনিকে আনতে জামাইয়ের বাড়ি সাভারে যায় শহিদ মোল্লা ও তার বাবা আব্দুল মান্নান।

এসময় তাদেরকে একটি বাড়ির ছাদে তুলে হাত বেঁধে নির্যাতন করে জামাই আবুল কালাম ও তার পবিবারের লোকজন। পরে শহিদ মোল্লা ও আব্দুল মান্নানকে নির্যাতনের ভিডিও তার শ্বশুর বাড়ির লোকজনকে পাঠিয়ে ১০ লাখ টাকা দাবি করেন আবুল কালাম। ভিডিও দেখে তারা ৯৯৯ এ ফোন করলে পুলিশ তাদের উদ্ধার করে।

এ ঘটনায় সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক নাজিউর রহমান বলেন, ভুক্তভোগীরা আজ থানায় এসে অভিযোগ দায়ের করলে তৎক্ষণাৎ অভিযুক্ত জামাই ও তার বাবাকে আটক করা হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় গণহত্যার প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানালো মুক্তিজোট

গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জ...

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল অবরোধ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞ...

ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলনে কৃষকরা খুশি

ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। এসব মিষ্টি কুমড়া যাচ্ছে দেশে...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ সোমবার (৭ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্...

গাজায় হামলার প্রতিবাদে বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানও উত্তাল

গাজায় চলমান ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘটের ডাক দিয়েছে যুক্...

ইসরায়েল নিশ্চিহ্নে হামাস ইরানের কাছে ৫০০ মিলিয়ন ডলার চেয়েছিল!

ইরান ও হামাস নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইসরায়েলে...

ঈদে কে কোন আসনে সক্রিয় ছিলেন এনসিপি নেতারা

পবিত্র ঈদুল ফিতরে অন্তত ৪০টি নির্বাচনী আসনে জনসংযো...

খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত&rsquo...

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল অবরোধ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞ...

গৃহবধূকে ধর্ষণচেষ্টা; ওসি-এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

সুনির্দিষ্ট কোন মামলা ছাড়াই এক গৃহবধূকে (২৫) আটক করে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা