নিজস্ব প্রতিনিধি, গাজীপুর: গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ট্রেনের দুইটি চাকা লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে বেলা সোয়া ১১টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। দুপুর দেড়টার দিকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সব রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
টঙ্গী রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান জানান, ধীরাশ্রম স্টেশনের আগে ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনের দুইটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ছিল। ঢাকা থেকে উদ্ধারকারী কর্মীরা এসে ট্রেনটি লাইন থেকে সরিয়ে নেন। এখন রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
সান নিউজ/ এমবি