নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে দুইশ টাকা করে বাড়তি ভাড়া নেয়ায় ঢাকাগামী দুই গণপরিবহনের কাউন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।
এদিকে এই জরিমানা করায় খুশি হয়েছেন সাধারণ যাত্রীরা। এ ঘটনায় অন্যান্য বাস কাউন্টারেও বাড়তি ভাড়া আদায় বন্ধ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা গেছে, লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ঢাকাগামী আল বারাকা পরিবহন ও হিমালয় এক্সপ্রেসের চাটখিল বাস কাউন্টার থেকে নির্ধারিত ৩৫০ টাকার স্থলে ৫৫০ টাকা ভাড়া নেয়া হয়। বুধবার (১১ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। দুইশ টাকা করে বাড়তি ভাড়া নেয়ার অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৮০ ধারায় আল বারাকা পরিবহন কাউন্টারকে ১০ হাজার এবং হিমালয় এক্সপ্রেস কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় জানান, যাত্রীদের থেকে আদায় করা বাড়তি ভাড়া ফেরত দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন চাটখিল থানা পুলিশ।
সান নিউজ/ এমবি