নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: করোনার টিকা নিয়ে অনিয়মে রাজশাহীর তানোর এবং বাগমারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে (টিএইচও) শোকজ করা হয়েছে।
বুধবার (১১ আগস্ট) তাদের দুজনকেই কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা সিভিল সার্জন দফতর।
জানা গেছে, ওয়ার্ড পর্যায়ে টিকাদানের উদ্বোধনীতে (৭ আগস্ট) স্থানীয় এক বৃদ্ধের শরীরে টিকা পুশ করেন রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।
অন্যদিকে, ১০ আগস্ট পৌর সদরের নিজ সরকারি বাসায় বসে করোনার টিকা নেন তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। টিএইচও বার্নাবাস হাঁসদাক চেয়ারম্যানের বাসায় ভ্যাকসিনসহ পোর্টার নিশান মণ্ডল ও ইপিআই মেডিকেল টেকনিশিয়ান জহির উদ্দিনকে পাঠান। জহির সঙ্গে থাকলেও টিকা পুশ করেন পোর্টার নিশান মণ্ডল।
এই দুটি ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ব্যাপক সমালোচনা শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে দুই টিএইচও শাস্তির মুখে পড়েছেন।
রাজশাহী জেলার সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, ‘প্রশিক্ষিত না হয়েও ইঞ্জিনিয়ার এনামুল হক কীভাবে টিকা পুশ করলেন সেই ব্যাখা চাওয়া হয়েছে বাগমারার টিএইচওর কাছে। অন্যদিকে, কীভাবে টিকাদান কেন্দ্রের বাইরে টিকা গেল এবং পোর্টার টিকা পুশ করলেন সেটির ব্যাখ্যা চাওয়া হয়েছে তানোরের টিএইচওর কাছে। তাদের শোকজও করা হয়েছে। দুটি ঘটনার ব্যাপারেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সান নিউজ/ এমবি