নিজস্ব প্রতিনিধি, শেরপুর: শেরপুরে বজ্রপাতে পৃথক ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (১১ আগস্ট) দুপুরে জেলার ৪ উপজেলায় এই বজ্রপাতের ঘটনা ঘটে। জেলা সদর, নকলা, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
নিহতরা হলেন- সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো. মোস্তফা, নকলা উপজেলার লাভা গ্রামের মো. বদিউজ্জামানের ছেলে মো. আজিজুল হক, শ্রীবরদী উপজেলার মো. আব্দুল হামিদের ছেলে মো. আকরাম হোসেন ও ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা এলাকার কিশোর রাসেল মিয়া।
আহতরা হলেন- সদর উপজেলার কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মো. ফজু মিয়ার ছেলে মো. বদু মিয়া ও মৃত জোসনা মিয়ার ছেলে মো. আবু সাঈদ এবং নকলার লাভা গ্রামের আব্দুস ছালামের ছেলে বাবু মিয়া ও মোক্তার হোসেনের ছেলে মো. হুমায়ুন ওরফে ফকির।
জানা গেছে, দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামে বজ্রপাতের ঘটনায় কৃষি শ্রমিক মোস্তফা মারা যান। তিনি জমিতে ধান রোপণ করছিলেন। এ ঘটনায় আহত হন বদু মিয়া ও আবু সাঈদ।
দুপুরের দিকে নকলা উপজেলার লাভা এলাকায় জমিতে ধান রোপণের সময় বজ্রপাতে আরেক কৃষি শ্রমিক মো. আজিজুল হক মারা যান। এ সময় মো. হুমায়ুন ও বাবু মিয়া আহত হন।
একই সময় শ্রীবরদী উপজেলার গোসাইপুর এলাকায় বজ্রপাতে কিশোর আকরাম হোসেন ও ঝিনাইগাতী মালিঝিকান্দা এলাকার রাসেল মিয়া নামের আরেক কিশোর মারা যায়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ও ঝিনাইগাতী থানার ওসি ফায়েজুর রহমান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সান নিউজ/ এমবি