নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল: গত ২৪ ঘণ্টায় জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তাদের মৃত্যু হয়।
বুধবার ( ১০ আগস্ট) সকালে সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় সর্বমোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩০ জনে। এ ছাড়া একই সময়ে নতুন করে ৫৩৭টি নমুনা পরীক্ষায় ৯৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে জেলায় শনাক্তের হার শতকরা ১৮ দশমিক ৪৩ শতাংশে।
জেলা সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ সাহবুদ্দিন খান বলেন, করোনায় মৃত্যুর সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি শনাক্তের হার কমেছে। গেল ২৪ ঘণ্টায় একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে তিনজন মারা যান।
এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ২৭৪ জনে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ৯২৯ জন।
সান নিউজ/এসএ