নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী: বিধি-নিষেধ শিথিলে যাত্রী ও যানবাহন পারাপারে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি ও ১৮টি লঞ্চ চলাচল করবে।
মঙ্গলবার (১০ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট কর্তৃপক্ষ।
মূলত আগামীকাল থেকে বিধি নিষেধ শিথিল হচ্ছে এমন খবরে যাত্রীরা ঢাকা মুখী হচ্ছেন। এতে দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চাপ বৃদ্ধি পেয়েছে। আগামীকাল থেকে যাত্রীবাহী বাসের সঙ্গে পণ্যবাহী পরিবহনের কারণে দৌলতদিয়া প্রান্তে ভোগান্তি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরিতে ভারী যানবাহন পারাপার না করার কারণেও ভোগান্তি বাড়তে পারে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহক কর্তৃপক্ষ (বিআইিব্লিউটিসির) দৌলতদিয়া ফেরিঘাটের ম্যানেজার মো. শিহাব উদ্দীন জানান, বিধি-নিষেধ শিথিলের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য ছোট-বড় ১৫টি ফেরি চলাচল করবে।
অন্যদিকে দৌলতদিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জানান, লকডাউনে লঞ্চ বন্ধ ছিল। আগামীকাল বুধবার থেকে লকডাউন শিথিল হওয়ায় এই রুটে ১৮টি লঞ্চ চলাচল করবে।
সান নিউজ/ এমবি