নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের একটি ক্যাম্পে ৬৪ বছর বয়সী রোহিঙ্গা শরণার্থী মোহাম্মদ শফিকে প্রথম কোভিড টিকা দেওয়া হয়েছে। এর মাধ্যমে রোহিঙ্গারা প্রথমবারের মতো কোভিড টিকার আওতায় এসেছে।
মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা।
তিনি জানান, মঙ্গলবার সকালে এখানে কয়েকটি কেন্দ্রে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম পর্যায়ে এখানে ৫৫ বছর বা তার বেশি বয়সী ৪৮ হাজার ৪০০ জন রোহিঙ্গা এই টিকা পাবেন। ১৩ ও ১৫ আগস্ট ছাড়া আগামী ১৮ অগাস্ট পর্যন্ত রোহিঙ্গাদের টিকা দেওয়ার এই কর্মসূচি চলবে।
উল্লেখ্য, বাংলাদেশে গতবছর মার্চের ৮ তারিখ প্রথম রোগী শনাক্ত হয়। এর ৩৭ দিনের মাথায় কক্সবাজারে প্রথমবারের মতো একজন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়। সরকারি হিসাবে এখন পর্যন্ত প্রায় তিন হাজার রোহিঙ্গা কোভিডে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ২৯ জনের।
সান নিউজ/ এমবি