বুধবার, ৯ এপ্রিল ২০২৫
সারাদেশ প্রকাশিত ১০ আগস্ট ২০২১ ১০:২৩
সর্বশেষ আপডেট ১০ আগস্ট ২০২১ ১০:২৩

যুবককে একসঙ্গে ২ ডোজ টিকা দিলেন নার্সরা

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনায় মো. রোকনুজ্জামান (৩৬) নামে এক যুবককে দুই ডোজ টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়ার বাসিন্দা।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা জেনারেল হাসপাতালের টিকা কেন্দ্রে তার বাম হাতে দুটি টিকা দেন নার্সরা।

টিকা নেওয়ার পর তিনি বলেন, দুপুরে টিকা দিতে কেন্দ্রে ঢুকে চেয়ারে বসলে এক নার্স জিজ্ঞাসা করেন হাইপ্রেসার আছে কি না? প্রেসার নেই জানালে ওই নার্স আমাকে টিকা পুশ করে কাগজ দিয়ে চলে যান।

এরপর অন্য একজন নার্স এসে আমাকে আবার টিকা দেন। আবার টিকা কেন দিলেন? জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে নার্সরা আমাকে হাসপাতাল থেকে বের হয়ে যেতে বলেন। পরে হাসপাতালে শুয়ে ছিলাম আমি।

খুলনা জেনারেল হাসপাতালের চিকিৎসক কাজী আবু রাশেদ বলেন, এটি বিচ্ছিন্ন ঘটনা। আজ টিকা কেন্দ্রে মানুষের চাপ ছিল। এক নার্স টিকা দেওয়ার পরই আরেকজন দিয়েছেন। তবে টিকা নেওয়া ব্যক্তি ভালো আছেন।

তিনি আরও বলেন, তাকে ২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয় হাসপাতালে। পরে দুপুরেই তার আত্মীয়স্বজনের সঙ্গে তিনি বাসায় চলে গেছেন। ২ দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তিনি বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসন...

দিনাজপুরে অংশ নেবে ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ...

রাজনৈতিক বৈরিতা ঢাকা পড়েছে ভাগ-বাটোয়ারার ছায়ায়!

উপরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভেতরে ভেতরে ‘অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা