নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: বৃষ্টির কারণে দেশীয় বাজারে কাঁচা মরিচের দাম বেড়েছে। এ কারণে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করা হচ্ছে। ইতোমধ্যে ছয় ট্রাক ভারতীয় কাঁচা মরিচ দেশে পৌঁছেছে। প্রতি ট্রাকে ৬-৭ টন কাঁচা মরিচ রয়েছে।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে ওই ছয় ট্রাক কাঁচা মরিচ।
ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ীদের সংগঠন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাকসুদ খান জানান, অতিবৃষ্টির কারণে দেশের কাঁচা মরিচের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়। অধিকাংশ গাছ মরে গেছে। তাই দেশে দাম বেড়েছে কাঁচা মরিচের। দাম বাড়ায় আজ থেকে ব্যবসায়ীরা ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু করেছে। প্রথম দিনে ছয় ট্রাক কাঁচা মরিচ আমদানি হয়েছে। বন্দর এলাকায় আমদানি করা কাঁচা মরিচ বিক্রি করা হবে প্রতি কেজি ৮০-৯০ টাকায়।
বর্তমানে সাতক্ষীরা বড় বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ পাইকারি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৩০ টাকা। পাঁচ দিন আগে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ৯০-৯৫ টাকায়।
সান নিউজ/ এমবি