নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়া সদর উপজেলার শাখারিয়া এলাকার বাসিন্দা হলেন শামীম (২৬)। দীর্ঘ সাত বছর আগে তাকে খুন করা হয়েছে বলে থানায় মামলা চলছে। খুনের মামলায় সাড়ে চার মাস জেল খেটেছেন আজিজার রহমান (৩১) নামে এক ব্যক্তি। সাত বছর ধরে আদালতে নিয়মিত হাজিরাও দিয়ে আসছেন তিনি।
তবে সোমবার (৯ আগস্ট) সকালে বগুড়ার সদর উপজেলার মানিকচক এলাকায় হঠাৎ শামীমের দেখা মিলে। বর্তমানে বগুড়া সদর থানায় পুলিশি হেফাজতে রয়েছেন শামীম।
আজিজার রহমান মানিকচকের বাসিন্দা। তার বাবার নাম মৃত ধলু প্রামাণিক। আজিজার পেশায় মুদির দোকানের কর্মচারী।
জানা গেছে, শামীমের কাছ থেকে এক লাখ টাকা পাওনা ছিল আজিজারের। সাত বছর আগে শামীমকে টাকার জন্য চাপ দেন আজিজার। ওই সময়ই শামীম গ্রাম থেকে উধাও হয়ে যায়। পরে আজিজারের বিরুদ্ধে হত্যা মামলা করেন শামীমের মা ঝর্ণা বেগম। ওই মামলায় সাড়ে চার মাস জেল খেটেছেন আজিজার। সাত বছর ধরে আদালতে নিয়মিত হাজিরাও দিয়ে আসছেন তিনি।
বগুড়ার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, শামীম থানা হেফাজতে রয়েছেন। হত্যা মামলাটি আদালতে বিচারাধীন।
সান নিউজ/ এমবি