নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়ির মহালছড়িতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি তপন জ্যোতি চাকমা সহ পাঁচ হত্যাকান্ডের আসামী বিরাজ মনি চাকমাকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে।
সোমবার (৯ আগস্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি জোনের সেনাবাহিনীর একটি বিশেষ দল খাগড়াছড়ির দুরছড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা গেছে , বিরাজ মনি চাকমা ইউপিডিএফ প্রসীত গ্রুপের ক্যাডার ছিলেন।
এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, চাঁদা সংগ্রহের রশিদ বই, মোবাইল ও ব্যক্তিগত ব্যাগ উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে আটক মনি চাকমাকে মহালছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
সান নিউজ/এসএ