নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা যান। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৪৭ জন।
সোমবার (৯ আগস্ট) এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান । তিনি জানান, মৃতরা সবাই সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন করে যারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে সদর উপজেলায় ২১ জন, আলমডাঙ্গায় ১৪ জন, দামুড়হুদায় সাতজন ও জীবননগরের পাঁচজন রয়েছেন।
জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৩৬১ জনে। আর মারা গেছেন মোট ১৯৭ জন। এছাড়া মহামারি থেকে সুস্থ হয়েছেন চার হাজার ৫৪৩ জন।
সান নিউজ/এসএ