নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আক্রান্ত ও উপসর্গে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে।
রোববার (৮ আগস্ট) ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ১১ জন করোনায় আক্রান্ত ও আটজন উপসর্গে মারা গেছেন। ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে মৃত ১৯ জনের মধ্যে ফরিদপুরের ৯, রাজবাড়ীর ৪, মাদারীপুরে ৩, মাগুরার ১, গোপালগঞ্জ ১ এবং শরীয়তপুরের ১ জন রয়েছেন।
উল্লেখ্য, ফরিদপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৪৩৫ জন মারা গেছেন। করোনা ডেডিকেটেড হাসপাতালে রোববার সকাল পর্যন্ত চিকিৎসাধীন রোগী রয়েছেন ৩০৫ জন। তাদের মধ্যে শনাক্ত রোগী ২১৯ জন।
সান নিউজ/ এমবি