নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনার বাজারে ইলিশের দাম বেড়েছে। দাম বৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের ইলিশ ক্রয়ে বিপাকে পড়তে হচ্ছে।
বাজারে ২০০-২৫০ গ্রামের ইলিশ ৪৫০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এক কেজি ২০০ গ্রাম থেকে দেড় কেজি ওজনের ইলিশের দাম হাঁকানো হচ্ছে ২ হাজার টাকা। আধাকেজির নিচে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
রোববার (৮ আগস্ট) দুপুরে জেলার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত বছর এই সময়ে প্রচুর পরিমাণে ইলিশ ছিল। দামেও কম ছিল। এখন ইলিশের সময়। অথচ আড়তে তেমন ইলিশ মিলছে না। যা মিলছে, তার দাম অনেক।
ব্যবসায়ীরা বলছেন, বাজারে ইলিশ নেই। আর আড়তে যে ইলিশ উঠছে তার দামও অনেক বেশি। ফলে অধিক দামেই বিক্রি করতে হচ্ছে।
বাজারে আসা ক্রেতা রাকিবুল বলেন, ‘ইলিশের দাম বেশি। তাই পাবদা মাছ এবং চিংড়ি কিনে বাড়ি ফিরছি।’
সান নিউজ/ এমবি