নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাটুয়ার বাড়ি ও মেস্তরী বাড়ির মাঝামাঝি একটি নির্জন বাগান থেকে মো. রাশেদ (১৮) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ আগস্ট) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. রাশেদ ওই ওয়ার্ডের বাসিন্দা তাজুল ইসলামের ছেলে।
বাবা তাজুল ইসলাম জানান, কয়েকদিন আগে প্রতিবেশী রুবেল হেসেনের সঙ্গে তার ছেলে রাশেদের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগও করা হয়। শনিবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে রমণীরহাট এলাকা থেকে রুবেলসহ একদল যুবক অটোরিকশায় এসে রাশেদকে জোর করে তুলে নিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর রোববার (৮ আগস্ট) সকালে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান সিকদার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
সান নিউজ/ এমবি