নিজস্ব প্রতিনিধি, রংপুর: করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ হওয়ায় রংপুর বিভাগের হাসপাতালগুলোতে রোগী ভর্তির চাপ বেড়েছে। সংকটাপন্ন রোগীদের জন্য মিলছে না আইসিইউ শয্যা। হাসপাতালগুলোতে অক্সিজেনেরও চাহিদা বেড়েছে।
রংপুর বিভাগে গত আট দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০৪ জন মারা গেছেন।
রোববার (০৮ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৬৭৩ জন। এ নিয়ে বিভাগে আট দিনে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৪ জনে।
শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দিনাজপুরের পাঁচজন, রংপুরের দুইজনসহ পঞ্চগড়, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ের একজন করে রয়েছেন। শনিবারের তুলনায় শনাক্ত চারগুণ বেশি বেড়েছে। সংকটাপন্ন রোগীদের জন্য মিলছে না আইসিইউ শয্যা। হাসপাতালগুলোতে অক্সিজেনেরও চাহিদা বেড়েছে।
উল্লেখ্য, রংপুর বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ৪৮ হাজার ৩৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরে ১৩ হাজার ৩৩০ জন, রংপুরে ১০ হাজার ৯৫৯ জন, ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৫০৫ জন, গাইবান্ধায় ৪ হাজার ১৫৭ জন, নীলফামারীর ৩ হাজার ৯৩৫ জন, কুড়িগ্রামের ৩ হাজার ৯৫৫ জন, লালমনিরহাটের ২ হাজার ৪১৭ জন এবং পঞ্চগড়ের ৩ হাজার ৬৩ জনের করোনা শনাক্ত হয়।
সান নিউজ/ এমবি