নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: বিশখালী নদীর ভাঙন অব্যাহত রয়েছে। প্রতিনিয়ত ভাঙনের ফলে ঝালকাঠির রাজাপুর উপজেলার ঐতিহ্যবাহী মঠবাড়ী ইউনিয়নের বাদুরতলা মাধ্যমিক বিদ্যালয়টি সম্পূর্ণ বিলীনের পথে।
অপরদিকে তীব্র ভাঙনে বাদুরতলা লঞ্চঘাট, বাদুরতলা বাজার, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের সড়ক এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে শতাধিক বসতবাড়ি, একাধিক প্রাথমিক বিদ্যালয় ও বাদুরতলা জামে মসজিদ এবং বড়ইয়া বিশ্ববিদ্যালয় কলেজসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা।
এছাড়া বাদুরতলা-পুখরীজানা-মানকি সুন্দর সড়ক ও বাদুরতলা-চল্লিশ কাহনিয়া সড়কটিও নদীতে বিলীন হয়ে গেছে। এতে মঠবাড়ি ও বড়ইয়া ইউনিয়নের হাজারো মানুষ বিপাকে পড়েছেন। ভাঙন রোধে স্থায়ী কোনো পদক্ষেপ নিতে পারেনি পানি উন্নয়ন বোর্ড।
এলাকাবাসীর দাবি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ছাড়াও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা স্থানটি পরিদর্শন করেছেন, কিন্তু এখনো মেলেনি স্থায়ী সমাধান।
বাদুরতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইউব আলী জানান, জরুরি ভিত্তিতে ব্লক বা বড় গাছের পাইলিং না দেয়া হলে পুরো বিদ্যালয় বিলীন হয়ে যাবে।
ইউএনও সোহাগ হাওলাদার বলেন, ‘ভাঙন থেকে বিদ্যালয়টি রক্ষার জন্য এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এছাড়া প্রকৌশলী পাঠিয়ে পরিদর্শন করানো হয়েছে এবং ম্যানেজিং কমিটিকে রেজুলেশন করে ভাঙনের মুখে থাকা ভবনটি নিলাম করে দেয়ার জন্য বলা হয়েছে। ভাঙা বিদ্যালয়টির নিলাম এবং বিদ্যালয়ের জন্য নতুন জায়গা খুঁজছি, জায়গা পেলেই বিদ্যালয় স্থানান্তরের কাজ শুরু করব।’
সান নিউজ/ এমবি