নিজস্ব প্রতিনিধি, সিলেট: টানা তিন সপ্তাহ পর সিলেটে করোনায় মৃত্যু ও সংক্রমণ কিছুটা কমেছে।
শনিবার (৭ আগস্ট) দুপুরে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, সিলেটে করোনায় মৃত্যু ও সংক্রমণ কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের চার জেলায় করোনায় মারা গেছে চারজন। নতুন করে শনাক্ত হয়েছে আরও ৩৫২ জন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৬৩৮ জনে। মারা গেছে ৩৮ জন। সুস্থ হয়েছে ২৫৬ জন।
ডা. হিমাংশু লাল রায় জানান, করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি সিলেট জেলায়। জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ হাজার ১২৯ জন। এরমধ্যে মারা গেছে ৫৮৮ জন। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা মৌলভীবাজারে মোট আক্রান্তের সংখ্যা ছয় হাজার ২৫৫ জন। মারা গেছে ৬২ জন। এছাড়া হবিগঞ্জে মোট আক্রান্ত পাঁচ হাজার ৩৯৯ জন। এ জেলায় মৃতের সংখ্যা ৩৮ জন। আর সুনামগঞ্জে মোট ৫৫ জন করোনায় মারা গেছে। আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ১৫০ জন।
সান নিউজ/ এমবি