নিজস্ব প্রতিবেদক:
করোনা পরিস্থিতি মধ্যে ফেরি ঘাটে ঘরমুখো মানুষ প্রচণ্ড ভিড়। শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও পাটুরিয়া-দোলতদিয়া দুই ঘাটেই ভিড় লক্ষ্যকরা গেছে। সাধারণ মানুষের পাশাপাশি আজ পারাপারের অপেক্ষায় প্রচুর যানবাহন। এত ঘাটে শিমুলিয়া ঘাটে দেখা দিয়েছে যানজট।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে শিমুলিয়া ঘাটে ফেরি পারাপারের জন্য অপেক্ষা করছে অন্তত ৬শ’ যান। আজ সকাল থেকেই (১৫ মে) শিমুলিয়া ঘাটে বাড়তে থাকে যানবাহনের সংখ্যা। একইসঙ্গে নদী পার হওয়ার জন্য আসছে হাজার হাজার মানুষ। স্বাস্থ্যবিধি না মেনেই পারাপার হচ্ছেন তারা।
প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ ছোটছোট যানে চেপে রাজধানী ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওন দিয়েছে মানুষ। যানবাহন ও মানুষের স্রোত এতই বেশি যে ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে।
শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে বর্তমানে ১৩টি ফেরি চলাচল করছে। তারপরও মানুষের স্রোত সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে ঘাট কর্তৃপক্ষকে। ঘাটে কর্মরতরা জানান, গত দুই সপ্তাহের মধ্যে আজই নদীর ওপারে যাওয়ার জন্য সবচেয়ে বেশি মানুষের ভিড় দেখা যাচ্ছে।
বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, আজ সকাল থেকেই ছোট গাড়ির চাপ বেশি দেখা যাচ্ছে। এখনও ঘাটে কমপক্ষে ছয় শতাধিক গাড়ি ফেরি পারাপারের অপেক্ষায় আছে। ঘাটের পার্কিং জায়গা না থাকায় যানবাহন মহাসড়কে অপেক্ষা করছে।
মুন্সীগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুর রায়হান জানান, গতরাত থেকে শিমুলিয়া ঘাটে গাড়ির চাপ বাড়েতে থেকে। সকাল থেকে যানজট তৈরি হয়। ধারণা করছি, ঈদের ছুটি কাটাতে লোকজন ঢাকা ছাড়ছে। যারা গাড়ি ভাড়া করে গ্রামে যাচ্ছে,আমরা তাদের নিরুৎসাহিত করছি। অনেককে ফেরতও পাঠাচ্ছি। তবে যার নিজেদের গাড়িতে যাচ্ছে তাদের ফেরি পার হতে দেওয়া হচ্ছে।
একই অবস্থা পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাটে। সেখানেও পারাপার হচ্ছে শতশত যানবাহন ও সাধারণ মানুষ।