নারায়ণগঞ্জ প্রতিনিধি
দেশে করোনাভাইরাসের হটস্পট হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে লকডাউন শিথিল হওয়ার পর থেকেই আশংকাজনক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৬২ জন। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ৪৭৫ জনে।
নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ৫৯ জন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।তবে ২৪ ঘণ্টায আক্রান্তদের মধ্য থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১ জন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
নারায়ণগঞ্জে আক্রান্তদের মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ৭৪৫ জন, সদর উপজেলায় ৪৯৯, রূপগঞ্জে ৮২, সোনারগাঁয়ে ৭১, আড়াইহাজারে ৪৫ এবং বন্দর উপজেলায় ৩৩ জন করোনায় আক্রান্ত রোগী রয়েছে।
যার মারা গেছেন তাদের মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ৪২ জন, সদরে ১৩, সোনারগাঁয়ে ২ জন এবং বন্দরে ও রুপগঞ্জে ১ জন করে।
জেলায় এ পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ২৭৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছে ৮১ জন। যারা সুস্থ্য হয়েছেন তাদের মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ১৯৩ জন, সদরে ৪৯, আড়াইহাজারের ১৫, সোনারগাঁয়ে ১৪ ও রূপগঞ্জের ৪ জন রয়েছে।