নিজস্ব প্রতিনিধি, নীলফামারী: ব্রডগেজ রেলপথে ভারতের হলদিবাড়ি রেলস্টেশন থেকে নীলফামারীর চিলাহাটিতে আরও ১৯ ওয়াগন পাথর এসেছে। প্রতিটি ওয়াগনে গড়ে ৫৯ মেট্রিক টন করে মোট এক হাজার ১২২ মেট্রিক টন পাথর রয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে চিলাহাটি স্টেশনে এসে পৌঁছায় পাথরের ওয়াগনগুলো। চিলাহাটি রেলস্টেশন মাস্টার আশরাফুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারতের হলদিবাড়ি রেলস্টেশন থেকে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় পাথর এসেছে। ওই পাথরগুলো সৈয়দপুরে যাবে।
এর আগে সর্বপ্রথম গত ১ আগস্ট ভারত থেকে ৪০টি ওয়াগনে দুই হাজার ২৮৫ দশমিক ২০ মেট্রিক টন পাথর নিয়ে চিলাহাটি আসে একটি পণ্যবাহী ট্রেন। সেটি যশোরের নওয়াপাড়ায় পাঠানো হয়।
আগামী ৭ আগস্ট ভারত থেকে আরও ৪০ ওয়াগন পাথর আসার কথা রয়েছে। এরপর এই রুট দিয়ে চাল, গম ও ভুট্টাও আমদানি করা হবে বলেও জানান চিলাহাটি রেলস্টেশন মাস্টার আশরাফুল হক।
সান নিউজ/ এমবি