নিজস্ব প্রতিবেদক:
ঢাকার অদূরে গাজীপুরের টঙ্গীতে বন্ধ কারখানা খুলে দিয়ে চাকরিতে পুনর্বহালের দাবিতে বৃহস্পতিবার (১৪ মে) বিক্ষোভ করেছে একাধিক গার্মেন্টের শ্রমিকরা।
স্টেশন রোড, মিলগেইট, চেরাগ আলী ও হোসেন মাকের্ট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ এবং গাড়ি ভাঙচুর ও একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, বিসিকের প্যাট্রিয়ট ইকো অ্যাপারেলস ও রেডিসনসহ আরো কয়েকটি গার্মেন্টসে বৃহস্পতিবার সকালে কাজে যোগ দিতে গিয়ে দেখেন প্রধান ফটক বন্ধ। ফটকে করোনা মহামারির কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝুলছে। ঈদের আগে বেতন ভাতা না দিয়ে কর্তৃপক্ষ হঠাৎ কারখানার বন্ধের কারণে ক্ষুব্ধ হয়ে তারা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন।
সান নিউজ/ আরএইচ