নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লা সদরের আমতলী এলাকা থেকে চার হাজার ৩৭৫ পিস ইয়াবাসহ ইকবাল হোসেন (৩৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। পেটের ভেতর বিশেষ কায়দায় রেখে ওই ইয়াবা বহন করছিলেন তিনি।
বুধবার (৪ আগস্ট) দুপুরে মাদক ব্যবসায়ী ইকবাল হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ইকবাল হোসেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দক্ষিণ হরিনা গ্রামের মৃত হাজী আশরাফ আলীর ছেলে।
র্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদরের আমতলী এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় সন্দেহ হলে ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়। পরে চিকিৎসকের সহযোগিতায় তার পেট থেকে চার হাজার ৩৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৩ লাখ ১২ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় রাতেই মামলা হয়েছে। বুধবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সান নিউজ/ এমবি