নিজস্ব প্রতিবেদক:
মহামারি করোনার প্রকোপ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে না চলার দায়ে সিরাজগঞ্জে ৩২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ মে) সকালে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন।
তিনি জানান, করোনার সংক্রমণরোধে মঙ্গলবার (১২ মে) সকাল থেকে গভীর রাত পর্যন্ত জেলার সদর, বেলকুচি ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে অকারণে বাইরে ঘোরাফেরা, নির্দিষ্ট সময়ের পরে দোকান খোলা রাখাসহ বিভিন্ন অভিযোগে ৩২টি মামলায় ৩২ জনকে বিভিন্ন পরিমাণে মোট ৫৬ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, গত ৪৯ দিনে ৩২৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক হাজার নয়শ ১৭ মামলায় দুই হাজার ৭৭ জনকে বিভিন্ন পরিমাণে মোট ৩৯ লাখ ৯১ হাজার ছয়শ ৬০ টাকা জরিমানা করা হয়েছে।
সান নিউজ/ আরএইচ