নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় করোনা রোগীদের জন্য ১২টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার (৩১ জুলাই) সকালে আইনমন্ত্রীর পক্ষে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহর হাতে অক্সিজেন সিলিন্ডার তুলে দেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।
সিভিল সার্জনের হাতে অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন- আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুর রহমান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা শ্যামল কুমার ভৌমিক, আখাউড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নাসির উদ্দিন খাদেম লিটন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মমিন বাবুল প্রমুখ।
আখাউড়া পৌরসভার মেয়র সাংবাদিকদের জানায়, করোনা মহামারির শুরু থেকেই আইনমন্ত্রী তার নিজ সংসদীয় এলাকা কসবা-আখাউড়ার মানুষকে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে তিনি অক্সিজেন সিলিন্ডার পাঠিয়েছেন।
অক্সিজেন সিলিন্ডারের জন্য আইনমন্ত্রীর প্রতি কৃজ্ঞতা জানিয়ে সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় করোনার সংক্রমণ বাড়ছে। এ মুহূর্তে আক্রান্ত রোগীদের জন্য অক্সিজেন সবচেয়ে বেশি প্রয়োজন। মন্ত্রী মহোদয়ের এ উপহার মানুষের জীবন বাঁচাতে সহায়তা করবে।
সান নিউজ/এসএ