কক্সবাজার প্রতিনিধি: জেলার টেকনাফে নয়াপাড়ায় অপহৃত রোহিঙ্গা নেতা সৈয়দ আহমদকে (৪০) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) তারেকুল ইসলাম তারিক জানান, শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় জাদিমুড়ার পাহাড়ি ছড়া থেকে আহমদকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এসপি তারেকুল ইসলাম তারিক বলেন, শুক্রবার বিকেল চারটার দিকে শালবাগান সি-৭ ব্লকের সামনে একটি সালিশ থেকে আহমদকে রোহিঙ্গা সন্ত্রাসী পুতিয়া গ্রুপের লোকেরা অপহরণ করে। তিনি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ-ব্লকের সাব মাঝি।
তিনি জানান, সন্ত্রাসী পুতিয়া গ্রুপের প্রধান পুতিয়া, দিলওয়ার ওরফে শিয়াইল্যা, হামিদ, আবুল বশরসহ অন্তত সাতজন সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে তাকে সালিশ থেকে তুলে পাহাড়ে নিয়ে যায়। খবর পেয়ে শালবাগান ও জাদিমুড়া পুলিশ ক্যাম্প যৌথভাবে অভিযান চালায়। এসময় আহমদকে গুলি করে পাহাড়ে ফেলে যায় সন্ত্রাসীরা। পরে সন্ধ্যা ৭টার দিকে জাদিমুড়া পুলিশ ক্যাম্প বি-১১ ব্লকের পাশে কাঁটাতার সংলগ্ন পাহাড়ি ছড়া থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
সাননিউজ/এমআর