নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের লাখাইয়ে পুকুরে মাছ ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৫ জনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) সকালে উপজেলার মোড়াকরি ইউনিয়নের লখনাউক গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নখলাউক গ্রামের আব্দুল বাছির এবং একই গ্রামের নুরুল ইসলামের মধ্যে পুকুরে মাছ ধরা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লাখাই থানার পরিদর্শক (ওসি তদন্ত) মহি উদ্দিন সুমন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
সান নিউজ/এফএআর