নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : গত ২৪ ঘণ্টায় পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় ২৯৬ জনের নমুনা পরীক্ষায় নতুন ১২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) রাতে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন- সদর উপজেলার বড়বিঘাই এলাকার ফজলু (৭৫), কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নের দেবপুর এলাকার নাসির উদ্দিন (৭২), কলাপাড়ার লতাচাপলির মম্বিপাড়ার রাহিমা (৪৮) এবং কলাপাড়ার বালিয়াতলির সাদিয়া (২০), বাউফল পৌর শহরের ৭ নং ওয়ার্ডের আলাউদ্দিন খান (৭২)।
সিভিল সার্জন জানায়, জেলায় এ পর্যন্ত ৪ হাজার ২৫১ জন করোনায় আক্রান্ত হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৩২ জন। নতুন পাঁচজনের মৃত্যু নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১২৯ জন এবং বাড়িতে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৪০৮ জন। মৃত্যুর দিকে জেলায় কলাপাড়া উপজেলা এগিয়ে রয়েছে।
এ পর্যন্ত জেলায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৬৯৯ জনের।
সাননিউজ