নিজস্ব প্রতিনিধি, টাইঙ্গাল: টাঙ্গাইলে করোনা টিকার নিবন্ধনে সাধারণ মানুষের সাথে প্রতারণার দায়ে প্রতারণা চক্রের সদস্য সাব্বির হোসেন রুবেলকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে সদর উপজেলার নগরজলফৈ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। গ্রেপ্তারকৃত রুবেল নগরজলফৈ এলাকার সামাদ মিয়ার ছেলে।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল টাঙ্গাইল সদর উপজেলার নগরজলফৈ এলাকায় আরাফ মডেল মেডিসিন শপের আরাফ ফটোস্ট্যাট এন্ড কম্পিউটার দোকানে অভিযান চালিয়ে সামাদ মিয়ার ছেলে সাব্বির হোসেন রুবেলকে (৩১) গ্রেপ্তার করে। সে চলমান কোভিড-১৯ টিকা নেয়ার রেজিস্ট্রেশন (নিবন্ধন) করে দেয়ার কথা বলে প্রত্যেক ব্যক্তির কাছ থেকে প্রতারণা করে ১৫শ থেকে ২ হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছে। আসামির বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ১৮৬০ সালের পেনাল কোড এর ৪১৭/৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সাননিউজ/ জেআই