বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
সারাদেশ প্রকাশিত ২৯ জুলাই ২০২১ ০৯:০৩
সর্বশেষ আপডেট ২৯ জুলাই ২০২১ ০৯:১২

উত্তাল নদী, নৌকা মাঝি কিনারায়

মিরাজ উদ্দিন, হাতিয়া প্রতিনিধি (নোয়াখালী) : দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা। মৌসুমি লঘুচাপের কারণে সাগর উত্তাল হয়ে ওঠায় মাছ না ধরেই উপকূলে ফিরে আসছেন তারা।

বুধবার (২৮ জুলাই) বিকেলে হাতিয়ার বিভিন্ন ঘাট ঘুরে দেখা যায়, ঘাটগুলোতে আশ্রয় নিয়েছে শত শত ট্রলার। মাছ ধরতে না পারায় দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা।

নলচিরা ঘাটে নোঙর করে থাকা ট্রলারের জেলে হানিফ মাঝি গণমাধ্যমকে বলেন, ‘এমনিতেই ৬৫ দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরতে নেমেছি। গতবারের চেয়ে এবারে অনেক কম মাছ পাচ্ছি। এদিকে আবহাওয়া এত খারাপ, যে সাগরে থাকতে না পেরে ঘাটে ফিরতে হয়েছে।’

বঙ্গোপসাগর থেকে ফিরে আসা জেলে মারুফ মাঝি জানায়, ‘তিন-চারদিন সাগরে জাল ফেলেছি, মাছ তেমন নাই। হঠাৎ মঙ্গলবার সন্ধ্যায় পানি খুব উত্তাল হয়ে ওঠে। একসময় ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হলে আমরা দ্রুত কূলের দিকে চলে আসি।’

চেয়ারম্যান ঘাটের আড়তদার মো. হামিদ মিয়া বলেন, ‘৬৫ দিনের নিষেধাজ্ঞার শত শত জেলে মাছ ধরতে গিয়েছিলো। বৈরী আবহাওয়ার কারণে তারা এখন ফিরে এসেছে।’

চেয়ারম্যান ঘাটের মৎস্য আড়ত সমিতির সভাপতি আকতার মিয়া বলেন, সাগরে মাছ ধরা যে ট্রলারগুলো ছিলো সেগুলো তীরে ফিরতে শুরু করেছে। কিছু ট্রলার তীরে নোঙর করেছে। অন্য ট্রলারগুলোও দ্রুত সময়ের মধ্যে ফিরে আসবে বলে জানান তিনি।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমাকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে: টিউলিপ

যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক ‘সিট...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ বুধবার (১৬ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

এস.এস.সি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ

লক্ষ্মীপুরে তীব্র তাপপ্রবাহে এস.এস.সি পরীক্ষার্থীদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা