নিজস্ব প্রতিনিধি, চাঁদপর: চাঁদপুরে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। এ কারণে চাঁদপুর জেনারেল হাসপাতালের ৬০ শয্যা বিশিষ্ট আইসোলেশন ইউনিটকে ১২০ শয্যায় উত্তীর্ণ করা হয়েছে। পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে হাসপাতালটিতে দেড়শ বেডের আইসোলেশন ইউনিট করার একটি পরিকল্পনাও আছে। বুধবার (২৮ জুলাই) সকালে এসব তথ্য জানিয়েছেন চাঁদপুর জেলার সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ।
সাখাওয়াত উল্যাহ জানান, চাঁদপুরে করোনা রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এ কারণে চাঁদপুর জেনারেল হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। পাশাপাশি জেলার সাত উপজেলায়ও করোনা রোগীর চাপ রয়েছে। ফলে ডাক্তার ও নার্সরা চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন।
তিনি জানান, চাঁদপুর জেনারেল হাসপাতালে অক্সিজেনের কিছুটা সংকট রয়েছে। আবুল খায়ের গ্রুপ অক্সিজেন সাপ্লাই দিচ্ছে। পাশাপাশি কুমিল্লা থেকেও সিলিন্ডার আনা হচ্ছে। অক্সিজেন প্লান্ট চালু হলে এই সংকট কেটে যাবে।
তিনি আরও জানান, আপাতত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল পুরোটাই করোনা ইউনিট হচ্ছে না। পুরো হাসপাতাল যদি করোনা আইসোলেশন ইউনিট করা হয়, তাহলে শিশু ও নারীসহ জরুরি স্বাস্থ্য সেবা নিতে সমস্যার সম্মুখীন হবেন রোগীরা।
তাই আপাতত এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা নেই। তবে করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে হাসপাতালটিতে দেড়শ বেডের আইসোলেশন ইউনিট করার একটি পরিকল্পনাও আছে। পাশাপাশি সাত উপজেলায় ২০টি করে ১৪০টি বেডের ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে প্রতি উপজেলায় আরও ১০ শয্যা করে বাড়ালেও সাত উপজেলায় ৭০টি শয্যার ব্যবস্থা করা যাবে।
উল্লেখ্য, চাঁদপুরে আট হাজার ৫৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১৬১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ২৯৫ জন।
সান নিউজ/এমএম