নিজস্ব প্রতিনিধি, টেকনাফ: কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে নারী-শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। হ্নীলা ইউনিয়নের পানখালী ভিলেজার পাড়ায় মঙ্গলবার মধ্যরাতে পাহাড় ধসের এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ। নিহতদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে উখিয়ার ক্যাম্প এলাকায় পাহাড়ধসে পাঁচ রোহিঙ্গার মৃত্যু হয়। মাটির চাপায় আহত হন সাত থেকে আটজন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ছাড়া পাহাড় ধসে ছোট মহেশখালী ইউনিয়নের উত্তর সিপাহিপাড়ায় মোরশেদা বেগম এবং টেকনাফে হোয়াইক্যংয়ে এক নম্বর ওয়ার্ডে রকিম আলীর মৃত্যু হয়। উখিয়ায় প্রাণ হারানো পাঁচজন হলেন নুর বাহার, দিল বাহার ও তার দুই সন্তান তিন বছরের আব্দুর রহমান ও দুই বছরের আয়েশা সিদ্দিক এবং শফিউল আলম। হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ বলেন, সৈয়দ আলমের বাড়িতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ।
সান নিউজ/এমএম