নীলফামারী প্রতিনিধি: করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউন উপেক্ষা করে যাত্রী পরিবহনের দায়ে জাকির ট্রাভেলস নামে একটি নৈশকোচ আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জুলাই) রাত পৌনে ১০টার দিকে উপজেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাসটি আটক করেছে সৈয়দপুর ট্রাফিক পুলিশ।
সৈয়দপুর ট্রাফিক পুলিশ বিভাগের সার্জেন্ট আশরাফ কোরাইশি জানান, সারাদেশে চলমান কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে ঠাকুরগাঁও থেকে ৪৫ জন যাত্রী নিয়ে জাকির ট্রাভেলস নামে নৈশকোচটি ঢাকা যাচ্ছিল। রাত পৌনে ১০টার দিকে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে ট্রাফিক বিভাগের চেকপোস্টে পৌঁছালে কোচটি আটক করা হয়।
তিনি জানান, কোচটিতে ঢাকাগামী ১২ জন নারীসহ ৪৫ জন যাত্রী ছিল। আটক বাসটি সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।
সাননিউজ/এমআর