নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার করোনা রোগীদের চিকিৎসা সহায়তা সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৬ জুলাই) বিকাল ৪ টায় জেলার হরিপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেনের সংকট দূরীকরণে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ঠাকুরগাঁও জেলার অধিবাসীদের সংগঠন ঠাকুরগাঁও ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউএসএ'র পক্ষ থেকে অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন প্রদান করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে অক্সিজেন কন্সেন্ট্রেটরটি গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা: মো মনিরুল হক খান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল ও হরিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল করিম।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ইউএসএ র সভাপতি হাসান উল্লাহ ফিলিপ ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মামুনের পক্ষ থেকে অক্সিজেন কন্সেন্ট্রেটর মেশিনটি তুলে দেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু।
সাননিউজ/জেআই