নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৬ জুলাই) দিবাগত রাতে এপিবিএন সদস্যরা তাদের গ্রেফতার করে।
এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের রোহিঙ্গার বসতঘরের মাটি খুঁড়ে মাটির নিচে থাকা ৩টি প্লাস্টিকের বস্তায় কসটেপ দিয়ে মোড়ানো ২৩ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ সময় রেজিস্টার্ড ক্যাম্পের মাকিলা ওরফে ফাতেমা বেগম (২৬) ও আব্দুর রহিম ওরফে কাল্লু মিয়াকে (২৬) গ্রেফতার করা হয়।
১৪ এপিবিএনের পুলিশ সুপার নাঈমুল হক বলেন, গ্রেফতার কৃত আসামি ও উদ্ধারকৃত মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সান নিউজ/এসএ