শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুরের রাজৈরে অভিযান চালিয়ে আন্তঃজেলা অটো চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে রাজৈর থানার পুলিশ। আটক চোর চক্রের সদস্যদের কাছ থেকে একটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
রোববার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে শহরের ঘোষাল কান্দী জাম্বু শেখ এর বাড়ির পেছন থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন, পাসলা গ্রামের মিন্টু শিকদারের ছেলে কামাল শিকদার (২৫) তার সহযোগী রাজৈর হৃদয়নন্দী এলাকার মৃত রুস্তম সরদারের ছেলে সুলতান সরদার (৩১) ও বেপারী পাড়া এলাকার রুহুল আমিন ব্যাপারির ছেলে ইয়াসিন আরাফাতকে (২৩)।
রাজৈর থানার ওসি ইন্সপেক্টর (তদন্ত) মো.আনোয়ার হোসেন, এবং এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে এই আটো অভিযান পরিচালনা করা হয়।
রাজৈর এসআই নাজমুল ইসলাম জানায়, এ ঘটনায় মাদারীপুর শিবচর উপজেলার চরকামাল কান্দী এলাকার শাহজাহান খানের ছেলে ইসমাইল খান (১৯) বাদী হয়ে শুক্রবার থানায় মামলা করেছেন।
তিনি আরও জানায়। ইসমাইল খান গত ১৬ই জুলাই সকালে শিবচর থেকে লোকজন নিয়ে রাজৈরে আসে। তারপর অটোরিকশাটি নজরুল ক্লাবে রেখে যায় খাবার খেতে। ফিরে এসে দেখে তার অটোরিকশাটি চুরি হয়ে গেছে। শুক্রবার দুপুরে তিনি থানায় গিয়ে অটো রিক্সাটি শনাক্ত করে মামলা করেন।
সান নিউজ/ এসএ