নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু। একই সময়ে নতুন ৫৬৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ শতাংশ। মৃতদের মধ্যে ১০ জন সিলেট জেলার, তিনজন সুনামগঞ্জের ও একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা
সোমবার (২৬ জুলাই) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের থেকে এ তথ্য জানা গেছে।
কার্যালয় থেকে তথ্য জানা গেছে, ২৪ ঘণ্টায় সিলেটে ২৪৯ জন, সুনামগঞ্জে ১০৭, হবিগঞ্জে ১৪৬ এবং মৌলভীবাজারে ৬২ জন শনাক্ত হয়েছে। সব মিলে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ২১০ জনে।
সিলেট জেলায় ২০ হাজার ১৫৮ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৮৬ জন, হবিগঞ্জে ৪ হাজার ২২৭ জন এবং মৌলভীবাজারে ৪ হাজার ৭৭৬ জন আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৬৩১ জন। এর মধ্যে সিলেট জেলার ৫০১ জন, সুনামগঞ্জে ৪৭ জন, হবিগঞ্জে ২৯ জন এবং মৌলভীবাজারের ৫৩ জন রয়েছেন।
সান নিউজ/এসএ