শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি : কঠোর লকডাউনের চতুর্থ দিনে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানেও মাদারীপুরে বেড়েছে ছোট যানবাহন ও মানুষের যাতায়াত। মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট থাকা সত্ত্বেও জনসাধারণ ঘর থেকে বের হচ্ছে।
সোমবার (২৬ জুলাই) সরেজমিনে ঘুরে দেখা যায়, শহরের নিত্য-প্রয়োজনীয় দোকান ছাড়াও খোলা রয়েছে অনেক দোকান-পাট।
অপরদিকে ঘুরে আরও দেখা যায়, বাংলাবাজার ফেরিঘাটে জরুরী ও পণ্যবাহী যানবাহন নিয়ে চলাচল করছে ফেরি। পাশাপাশি বিভিন্ন উপায়ে মানুষ বাংলাবাজার ঘাটে থেকে ঢাকা উদ্দেশ্যে ফেরিতে পারাপার হচ্ছে। পাড় হচ্ছে মোটর সাইকেল ও ব্যক্তিগত প্রাইভেটকার।
বাংলাবাজার ঘাট ম্যানেজার সালাউদ্দিন আহমেদ জানান, সীমিত আকারে জরুরী ও পণ্যবাহী যানবাহন নিয়ে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ৮টি ফেরি চলাচল করছে।
মাদারীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮৩ জন। শনাক্তের হার ২৯.৭৪ ভাগ।
সান নিউজ/এসএ