নিজস্ব প্রতিবেদক: করোনা রোধে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে নারায়ণগঞ্জে ব্যাংক কর্মকর্তা আবু সালেহকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশ সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত নারায়ণগঞ্জের সার্জেন্ট মো. শফিককে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) বিষয়টি জানিয়েছেন জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) সালেহ উদ্দিন আহমেদ।
ব্যাংক কর্মকর্তা আবু সালেহ বলেন, তিনি পরিবার নিয়ে ফতুল্লায় থাকেন। তিনি মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল আড়াইহাজার এলাকায় যাচ্ছিলেন। সাইনবোর্ডে গেলে সেখানকার চেকপোস্টে তাকে থামানো হয়। তখন সার্জেন্ট শফিক তাকে বলেছিলেন, রং সাইড দিয়ে আসায় তিনি ট্রাফিক আইন ভঙ্গ করেছেন। তাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ব্যাংক কর্মকর্তা আবু সালেহ দাবি করেন, জরিমানা করার পর তিনি পুলিশ কর্মকর্তা শফিকের কাছে জানতে চেয়েছিলেন, কোন ধারায় তাকে জরিমানা করা হয়। এ কথার পরপরই সার্জেন্ট শফিক তার গায়ে হাত তোলেন। তখন সেখানে থাকা আরও কয়েকজন পুলিশ সদস্য তাকে মারধর করেন।
এএসপি সালেহ উদ্দিন আহমেদ বলেন, ব্যাংক কর্মকর্তা আবু সালেহ উল্টো পথ দিয়ে আসায় তাকে জরিমানা করা হয়। একপর্যায়ে সার্জেন্ট শফিকও অপেশাদার আচরণ করে ব্যাংক কর্মকর্তা আবু সালেহর গায়ে হাতও তোলেন। তদন্ত সাপেক্ষে শফিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সাননিউজ/এমআর