নিজস্ব প্রতিবেদক,পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে মানিলন্ডারিং মামলার আসামি মতিন মোল্লা (৪০) ওরফে গাজা মতিনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৫ জুলাই) ভোররাতে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের একটি মাছের খামার থেকে তাকে গ্রেফতার করা হয়। মতিন মোল্লা আদাবাড়িয়া গ্রামের মোসলেম মোল্লার ছেলে এবং আদাবাড়িয়া ইউনিয়ন যুবদলের একাংশের সহসভাপতি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মতিন দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পুলিশের তালিকায় সে একাধিক আন্তর্জাতিক মাদক ব্যবসায়ী সিন্ডিকেট চক্রের সদস্য। দীর্ঘদিন থেকে মতিন টেকনাফ থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। কক্সবাজার জেলার একটি মানিলন্ডারিং মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে সে আত্মগোপনে যায়। এর পর গোপণ সূত্রে খবর পেয়ে মতিনকে রাতে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম হাওলাদার বলেন, গাজা মতিন গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
বাউফল থানার ওসি আল মামুন জানান, রোববার মতিনকে পটুয়াখালী আদালতে হাজির করা হবে।
সাননিউজ/জেআই