নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে পাওনা টাকা লেনদেনকে কেন্দ্র করে মাসুদ (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাইয়ের বন্ধুরা। নিহত মাসুদ পাগলা নয়ামাটি পশ্চিম পাড়ার রুহুল মিয়ার ভাড়াটিয়া মো. রফিকুল ইসলামের পুত্র।
শনিবার(২৪ জুলাই) দুপুরে সদর উপজেলার ফতুল্লার পাগলার নয়ামাটি মুসলিম পাড়া লাবনী জুস কারখানার সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোহেল (২০) ও তার পিতা আইয়ুব আলী (৫৫) কে গ্রেফতার করেছে। এ সময় গ্রেফতার কৃত সোহেলের নিকট থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে শনিবার সোয়া ১২টার দিকে মাসুদের ছোট ভাই শাওনের সঙ্গে সোহেলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাওন ও সোহেল গ্রুপের মাঝে মারামারি শুরু হয়। এ সময় মাসুদ ছোট ভাইকে বাঁচাতে এগিয়ে এলে সোহেল ও তার সহোযোগীদের ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মাসুদকে মৃত ঘোষণা করে।
এদিকে ঘটনার পর পর স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থল থেকে একটি সুইচ গিয়ার চাকুসহ সোহেলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এলাকার একাধিক সূত্র জানায়, নিহত মাসুদের ছোট ভাই শাওন ও ঘাতক সোহেল দু’জন বন্ধু ছিল। গত দেড় মাস পূর্বে মাসুদের ছোট ভাই শাওন সোহেলের নিকট থেকে ৩ হাজার টাকা ধার নেয়। সেই টাকা চাইতে গেলে ঈদের আগের রাতে সোহেলকে চড়-থাপ্পড় মেরে তাড়িয়ে দেয় মাসুদ। এ ঘটনার জের ধরেই গতকাল দুপুরে পূর্বপরিকল্পিতভাবে সোহেল ও তার সহোযোগীরা মাসুদকে হত্যা করে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে গতকাল দুপুরে সোহেল ও তার সহোযোগিরা কুপিয়ে মাসুদকে হত্যা করে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার অভিযান চলছে বলে তিনি জানান।
সান নিউজ/এসএ