নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে যৌতুকের দাবিতে আনোয়ারা বেগম (৩০) নামের এক গৃহবধূকে রশিতে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে স্বামী মো. সিদ্দিকুর রহমান (৩৫) ও ভাসুর মো. কামাল উদ্দিনসহ (৪৫) শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে চরজব্বর থানায় অভিযোগ করেছেন।
শনিবার (২৪ জুলাই) ৬ নম্বর চরআমান উল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের উচা সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর বাবা বশির উল্যাহ বলেন, ১২ বছর আগে একই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সামছুল হকের ছেলে মো. ছিদ্দিকুর রহমানের সঙ্গে আমার বড় মেয়ের বিয়ে দেয়া হয়। বর্তমানে তাদের সংসারে এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।
ভুক্তভোগী আনোয়ারা বেগম বলেন, ‘বিয়ের পর সব ঠিক থাকলেও গত কয়েকবছর ধরে ভাসুর মো. কামাল উদ্দিনের প্ররোচনায় আমার স্বামী দুই লাখ টাকা যৌতুকের দাবি করেন। এ কারণে আমাকে বসতঘরের দরজা বন্ধ করে রশি দিয়ে বেঁধে বেপরোয়া মারধরও করেন।’
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, অভিযোগ পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। বাদী আনোয়ারা বেগম তার শাশুড়িকে নিজের ঘরে রাখতে না চাওয়ায় স্বামী সিদ্দিকের সঙ্গে কলহ বাঁধে। এ নিয়ে ওই নারীকে মারধর করা হলেও যৌতুকের বিষয়টি সত্য নয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
সান নিউজ/এসএ