নিজস্ব প্রতিবেদক,জামালপুর: সারাদেশের ন্যায় জামালপুর বকশীগঞ্জেও চলমান লকডাউন বাস্তবায়ন করতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে সরকারি স্বাস্থ্যবিধি না মানা ও দোকানপাট খুলে বেচাকেনা করায় ১৫ টি মামলায় ৯ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ জুলাই) বকশীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, চলমান লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য, বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া এবং সংক্রমণের বিস্তার ঠেকাতে দণ্ডবিধির ২৬৯ ধারায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ১৫ টি মামলায় ৯,২০০/- টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ উপজেলা প্রশাসন দেন।
সাননিউজ/জেআই