নিজস্ব প্রতিবেদক,মাদারীপুর: ঈদের পর ১৪দিনের লকডাউনের দ্বিতীয় দিনে সকাল থেকেই মাঠে রয়েছে মাদারীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের সাথে রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি সদস্য।
শনিবার (২৪ জুলাই) সকালে মস্তফাপুর বাসস্টান্ডে ১১টা পর্যন্ত ৮জনকে ৩হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অপ্রয়োজনে অযথা ঘুরাঘুরি করার জন্য সড়কে বের হয়েছেন তাদের জরিমানা করা হয়। যারা প্রয়োজনে বের হয়েও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ছে না তাদের সর্তক করা হয় ভ্রাম্যমাণ আদালত।
মাদারীপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আল মামুন জানান,অপ্রয়োজনে অযথা ঘুরাঘুরি করার জন্য সড়কে যারা বের হচ্ছে, এবং যারা প্রয়োজনে বের হয়েও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ছে না তাদের সর্তক করা হচ্ছে এরপর যারা বিষয়গুলো মানছে না তাদেরকে জরিমানার আওতায় আনা হচ্ছে।
সাননিউজ/জেআই