সারাদেশ
দুটি কিডনিই নষ্ট

মেয়ের জন্য বাঁচার আকুতি

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী: রাবেয়া আক্তারের দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। তিনি এখন তার সাতবছর বয়সী মেয়ে ফারিয়ার জন্য এ পৃথিবীতে আরও কিছুদিন বেঁচে থাকার আকুতি জানিয়েছেন। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের প্রীতি হায়দার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সে।

রাবেয়ার স্বামী আফসার উদ্দিন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। স্বামী, সন্তান নিয়ে খুব সুখেই কাটছিল রাবেয়ার সংসার। ২০১৮ সালে দুটি কিডনি নষ্টের খবর জীবনের সব সুখ কেড়ে নেয় রাবেয়ার। চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব এ পরিবারটি থাকছে অন্যের বরাদ্দ পাওয়া আবাসনে। সপ্তাহে দু’বার রাবেয়ার ডায়ালাইসিসের প্রয়োজন হয়, যার ব্যয়ভার পরিবারটি আর বহন করতে পারছে না।

রাবেয়া আক্তারের বাবা মো. রফিকুল ইসলাম বলেন, আমার বাড়ি লালুয়া ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামে। সেখানে ১০ লাখ টাকা ব্যয় করে আমি প্রীতি হায়দার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করেছিলাম। যার উদ্দেশ্য ছিল আমার মেয়ে শিক্ষক হিসেবে চাকরি করতে পারবে। সেখানে আমার মেয়ে ও জামাই দুই জনই শিক্ষক হিসেবে যুক্ত ছিলেন। করোনার কারণে বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকায় আমার মেয়ে-জামাই বেকার হয়ে যায়। হটাৎ করে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাই। পরীক্ষা-নিরীক্ষা শেষে জানতে পারি আমার মেয়ের দুটি কিডনি বিকল হয়ে গেছে।

রাবেয়া আক্তারের স্বামী আফসার উদ্দিন বলেন, আমি শিক্ষক ছিলাম। টিউশনি করিয়ে স্বাচ্ছন্দ্যে স্ত্রী, মেয়েকে নিয়ে সুখেই ছিলাম। করোনায় স্কুল বন্ধ থাকায় টিউশনি নেই। স্ত্রীর অসুস্থতায় নিজের সহায়-সম্বল হারিয়ে দিন মজুরের কাজ করে মানুষের কাছে হাত পেতে সংসার চালাতে হয়। কোনোদিন কাজ পাই, আবার কোনো দিন পাই না।

ডায়ালাইসিস ও ওষুধ কিনতে কষ্ট হয় জানিয়ে তিনি বলেন, আমি গত তিন বছরে সবমিলিয়ে ত্রিশ লাখ টাকার ওপরে ব্যয় করেছি চিকিৎসায়। একটা চৌকি কিনে অসুস্থ স্ত্রীকে শোয়াতে পারি না। আমার মেয়েটি এতিম হয়ে যাবে ভাবতে খুব কষ্ট হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো. শহীদুল হক বলেন, মেয়েটির অসুস্থতার কথা জেনেছি। এ ধরনের অসহায় মানুষের পাশে কলাপাড়া উপজেলা প্রশাসন সবসময় থেকেছে। রাবেয়ার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।
সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলছিটিতে ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে ভূট্টো স্মৃত...

স্বামীর মুঠোফোনে সাবেক প্রেমিকের ম্যাসেজ-ভিডিও, নববধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর মুঠোফোনে সা...

বাজার সহনশীল করার চেষ্টা করছি

নিজস্ব প্রতিবেদক : বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে জ...

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহ...

বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃ...

সাগরে লঘুচাপ সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছ...

ফের বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা...

ফের হারলো সাকিবের দল

স্পোর্টস ডেস্ক : আবুধাবির টি-টেন টুর্নামেন্টে ফের হারের মুখ...

নোয়াখালীতে দুই গৃহবধূর লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে পৃথক স্থান থেকে দুই গৃহবধূর...

ঢাকাবাসীকে নিরাপদ রাখতে হবে

নিজস্ব প্রতিবেদক : ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা