নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারসহ ৩১ আওয়ামী লীগ নেতার নামে সাতটি গরু কোরবানি দিয়েছে মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম হটলাইন বিগ্রেডে নামে একটি সংঘটন। কোরবানি শেষে মাংস দুঃস্থ ও অসহায় মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয়েছে।
শুক্রবার (২৩ জুলাই) জেলা শহরের সাতটি পয়েন্টে এসব গরু কোরবানি দেয়া হয়। পরে সংগঠনের পক্ষে বিসিবি পরিচালক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু’র নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা কোরবানির গোশত দুঃস্থ ও অসহায় মানুষের বাড়িতে বাড়িতে মাংস পৌঁছে দেন।
সৈয়দ আশফাকুল ইসলাম টিটু জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা ছাড়া ৩১ নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন ৩রা নভেম্বর নিহত জাতীয় চার নেতা, সাবেক রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমান এবং সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ আফজল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমদাদুল হক বুলবুল এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক নূর আজিজ খান বাবুসহ নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে বঙ্গবন্ধু এবং সকল শহীদদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
সাননিউজ/জেআই