নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ শুক্রবার বঙ্গোপসাগরে মাছ ধরতে ট্রলার ভাসাবেন জেলেরা। এ জন্য কয়েক লাখ জেলে সকল ধরনের প্রস্তুতি শেষ করেছেন। এখন শুধু প্রহর গুনছেন কখন আসবে মধ্যরাত। আর এই মধ্যরাতেই মাছ ধরার মশাল জ্বালবেন তারা। তাদের পরিবারে ফিরবে আনন্দের বন্যা।
জেলেরা জানান, তারা প্রস্তুতি নিচ্ছেন। আজ রাতে নিষেধাজ্ঞা শেষ হলেই সাগরে ট্রলার ভাসাবে। তাদের আশা, এবার ভালো মাছ পাবে।
এক ট্রলার মালিক জানান, তার সব ট্রলার মাছ ধরতে সাগরে যেতে প্রস্তুত এখন।
ট্রলার মালিক আর মৎস্য ব্যবসায়ী সমিতির নেতা কামাল হোসেন বলেন, কষ্ট করে নিষেধাজ্ঞার সব নিয়ম পালন করেছে জেলেরা। এখন সাগরে ভালো মাছ পেলেই সবার কষ্ট লাঘব হবে।
কক্সবাজারে ছোট-বড় ৮ হাজারের অধিক মাছ ধরার ট্রলার থাকলেও নিবন্ধিত ট্রলারের সংখ্যা ৬ হাজার। আর উপকূলে জেলে রয়েছেন লক্ষাধিকের বেশি।
সান নিউজ/এফএআর