নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : রাজবাড়ীর ঢালার চর এলাকায় ধরা পড়েছে ২৫ কেজি ৩০০ গ্রাম ওজনের কাতল মাছ।
বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে পদ্মা-যমুনা নদীর মোহনায় নিরঞ্জন হালদার নামের এক জেলের জালে হাতে মাছটি ধরা পড়ে।
স্থানীয়রা জানান, মাছটি বিক্রি করার জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় আনলে শাকিল সোহান মৎস্য আড়দের মালিক শাহজাহান শেখ ও নুরু ইসলাম যৌথভাবে এক হাজার ৭০০ টাকা কেজি দরে ৪৩ হাজার টাকায় মাছটি কিনে নেন।
পরে তারা ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে মাছটি এক হাজার ৭৫০ টাকা কেজি দরে ৪৪ হাজার ২০০ টাকায় বিক্রি করেন।
এ বিষয়ে মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, ‘নদীতে বর্ষা মৌসুমে বড় বড় মাছ পাওয়া যায়। সেই মাছগুলো জেলেরা বিক্রি করতে আনলে ডাকের মাধ্যমে কিনে সামান্য লাভে বিক্রি করি। কাতলটিও কিনে সামান্য লাভে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করি।’
সান নিউজ/এসএ